”জীবন যখন বদ্ধ জলাশয়ের গতিহীন কচুরীপানার মতো”-তুলনার সন্তনায় মানুষ বাঁচে

”ওগো প্রিয়তমা তোমার মতো অপরূপ সুন্দরী এই পৃথিবীতে আর কেহ নাই” প্রিয়তমার মূখের মিষ্টি হাসির জন্য তার রূপের তুলনা যখন আমরা পৃথিবীর সমস্ত নারীর জাতির সাথে করতে আমরা দ্বিধাবোধ করি না, ঠিক তেমনি আমাদের জীবনের প্রতিটি বা...

5 years ago, comments: 5, votes: 31, reward: $4.23

”ওগো প্রিয়তমা তোমার মতো অপরূপ সুন্দরী এই পৃথিবীতে আর কেহ নাই” প্রিয়তমার মূখের মিষ্টি হাসির জন্য তার রূপের তুলনা যখন আমরা পৃথিবীর সমস্ত নারীর জাতির সাথে করতে আমরা দ্বিধাবোধ করি না, ঠিক তেমনি আমাদের জীবনের প্রতিটি বাস্তবতাকে আমরা কিছু না কিছুর সাথে তুলনা করে নিজের মনকে সান্তনা দেয়ার চেষ্টা করি। যদি বলি তুলনা করা মনুষ্যকূলের একটি প্রাকৃতিক বৈশিষ্ট্য, বিষয়টি মোটেও ভূল বলে গন্য হবে না। পৃথিবীতে এমন একটি মানুষ খুজে পাওয়া হয়তো খুবই কষ্টসাথ্য হবে যে নিজেকে কোন কিছুর সাথে তুলনা করে না।


photo_20200517_000059.jpg

আমারা যেমন আমাদের চেয়ে স্বচ্ছল ব্যক্তিদের সাথে নিজেদেরকে তুলনা করে কষ্ট পাই, তেমনি আমাদের চেয়ে অস্বচ্ছল ব্যক্তিদের সাথে নিজেদেরকে তুলনা করে নিজের অবস্থানে সূখ উপল্বদ্ধি করি। আমারা যখন মানবজাতি কূলের সাথে নিজেকে তুলনা করতে করতে ক্লান্ত হয়ে পড়ি তখন নিজেদেরকে বিধাতার বিভিন্ন সৃষ্টির সাথে তুলনা করতে শুরু করে দেই। আমি কে, আমি কোথা থেকে এসিছি, এই পৃথিবীতে আমার দায়িত্ব কি এবং মৃত্যুর পর আমি কোথায় যাব, এমন সব কঠিন প্রশ্ন যখন আমাদের মনে উদয় হয়, তখন আমরা নিজেদেরকে তুলনার এক অসীম সমূদ্রে ভাসিয়ে দেই, এবং এই সব প্রশ্নের উত্তর খোজার চেষ্টা করি।

তুলনা একিধারে যেমন আমাদের জীবন যুদ্ধে লড়াই করার মতো রসদ জুগিয়ে দেয় অপরদিকে তুলনা আমাদের মনের ভীতরে প্রতিহিংস্বার আগুন জ্বালাতে সক্ষম। যে ব্যক্তি নিজেকে জানার জন্য সর্বচ্চো চেষ্টা করে সেই ব্যক্তি হয়তো জ্ঞানি। তাই আমাদেরকে নিজেদের বাস্তবতার সাথে তুলনা করতে শিখতে হবে, বাস্তবতার সাথে তুলনা করে নিজের অবস্থানকে পরিবর্তন করার যথাযথ চেষ্টা করতে হবে। আমাদের চেয়ে গরীব এবং অস্বচ্ছল মানুষের সাথে নিজেদেরকে তুলনা করে, নিজের মনে সূখ উপল্বদ্ধি করার মাঝে স্বার্থকতা লুকিয়ে থাকে না, স্বার্থকতা লুকিয়ে থাকে তখন যখন আপনি তাদের সাথে নিজেকে তুলনা করে, তাদের কষ্টটা উপল্বদ্ধি করতে পারবেন এবং নিজের স্বাধ্যমত তাদেরকে সাহায্য করা চেষ্টা করবেন।


photo_20200517_000137.jpg

নিজের সাথে অন্যকে তুলনা করা যখন আপনার স্বভাবে পরিনত হবে এবং এই স্বভাব যখন অহংকারে রূপান্তরিত হবে, তখনেই জানবেন আপানার জন্য ধ্বংস অপেক্ষা করছে। আপনি খ্যাতি, যশ, ঐশ্বর্য্যের অধিকারী হয়ে গেছেন হয়তোবা কিন্তু আপনার মনুষত্য লোপ পেয়েছে। আর আপনি যখন নিজেকে তুলনার উর্দ্ধে অবস্থান দিবেন অর্থাৎ আপনার সাথে তুলনা করার মতো আপনি পৃথিবীতে কোন কিছুই খঁজে পাবেন না ,তখন বুঝতে হবে আপনি শিরক করছেন। আর আপনার এই পাপের ক্ষমা হয়তো স্বয়ং সৃষ্টিকর্তা করবেন না। তাই সাবধান, তুলনা যেন আপনাকে অহংকারী করে না তোলে।

আপনি কি আপনার জীবনকে কখনো বদ্ধ জলাশয়ের কচুরীপানার সাথে তুলনা করেছেন। হয়তোবা না, কারন আমাদের জাতীয় কবির একটা কবিতা আমারা অনেক ছোট বেলায় পড়েছি এবং সেই কবিতাটা হয়তো আমাদের জীবনের গতিশীলতার জন্য অনেকটাই দায়ি। “থাকব নাকো বদ্ধ ঘড়ে, দেখবো এবার জগতটাকে, কেমন করে ঘুড়ছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ হতে দেশ দেশান্তরে”. আমরা কখনোই আমাদের জীবনকে বদ্ধ কোন জলাশয় অথবা বদ্ধ কোন জলাশয়ের উদ্ভিদ অথবা প্রানীর সাথে তুলনা করতে পছন্দ করি না। কারণ আমারা নিজেদেরকে স্রোতসীনি নদীর সাথে তুলনা করতে ভালোবাসি, ভালবাসি নিজেকে স্রোতের অনুকুলের যাত্রি হিসাবে ভাবতে এবং তুলনা করতে।


photo_20200517_000119.jpg

কিন্তু বিধাতার কি নির্মম পরিহাস তাই না, পৃথিবীতে আজ হয়তো স্রোতসীনি নদীর উপস্থিতি আছে কিন্তু আমাদের জীবনকে আমার সেই নদীর সাথে তুলনা করতে পারছি না। সকল স্রোতসীনি নদী এবং উত্তাল সমূদ্রগুলো যেন আজ মানব জাতির কাছে বদ্ধ জলাশয়ে পরিনত হয়ে গেছে। জীবনে কোন গতি নেই, নেই প্রতিযোগীতা, স্থবরিতা যেন জীবনকে গ্র্যাস করে খাচ্ছে, মৃত্যু ভয় ও শঙ্কা যেন কবির সেই রক্তে আগুন জ্বালময়ি লাইনগুলোর শব্দগুলোকে এলোমেলো করে দিয়ে ভিন্ন অর্থে দ্বার করিয়ে দিয়েছে। করিম আজ রহিমের সাথে নিজেকে তুলনা করতে ভূলে যাচ্ছে, ললনার ভূলে যাচ্ছে তাদের রূপের তুলনা করতে, আর অহংকারী উচু শ্রেনির মানুষেরা ভূলে যাচ্ছে জীবনকে উপভোগ করতে।

আজ আমরা বদ্ধ এক জলাশয়ে ভাসমান কচুরীপানার মতো, নভেল করোনা ভাইরাসে আতঙ্ক আজ আমাদের জীবনকে গতিহীন করে দিয়েছে। যদি করোনাই আমাদের বর্তমান এবং করোনায় আমাদের ভবিষ্যৎ হয়, তাহলে আমাদেরকে এই করোনার সাথেই বেঁচে থাকতে হবে। অন্যথায় বদ্ধ জলাশয়ের কচুরীপানায় একদিন ফুল ফুটবে কিন্তু সেই ফুলের কোন মর্যাদা থাকবে না। আধুনিক স্মার্ট ফোনের গ্যালারিতেই জীবন শুধু রঙ্গিন হবে অর্থবহূল হবে না কোথাও।

Thanks for Stopping By.