Photography After Rain.

আমি আজকে ঢাকার ভিতরে নেই। অফিসের কাজে গাজীপুর ফ্যাক্টরীতে এসেছি। সকাল থেকেই বাজে রকমের গরম বিরক্ত করে তুলেছিল। কয়েকদিন থেকে একটা শীতল করা বৃষ্টি খুবই আশা করছিলাম। গাজীপুরে দুপুরের সময় যখন গরমটা খুব অস্থিরতা সৃষ্টি ...

5 years ago, comments: 7, votes: 25, reward: $0.20

আমি আজকে ঢাকার ভিতরে নেই। অফিসের কাজে গাজীপুর ফ্যাক্টরীতে এসেছি। সকাল থেকেই বাজে রকমের গরম বিরক্ত করে তুলেছিল। কয়েকদিন থেকে একটা শীতল করা বৃষ্টি খুবই আশা করছিলাম। গাজীপুরে দুপুরের সময় যখন গরমটা খুব অস্থিরতা সৃষ্টি করতেছিল, ঠিক সেই মহূর্তে মেঘলা আকাশ শরীর ও মন দুটাকেই কেমন জানি চঞ্চল করে তুলল। কিছুক্ষন পরেই মুশলধারে বৃষ্টি পড়তে শুরু করল। ত্রিশ মিনিটের বৃষ্টি নিমিষেই যেন সমগ্র পরিবেশটাকে শীতল এবং শুভ্র করে তুলল। মনটা কেমন জানি এলোমেলো হয়ে গেল। অপূর্ব সিন্গ্ধ পরিবেশটাকে খুব কাছে থেকে খুব কাছে থেকে উপভোগ করার লোভ আর সামলাতে পারলাম না। তাই অফিস রুম থেকে বের হয়ে গেলাম।

IMG_20200629_181721.jpg

IMG_20200629_182411.jpg

অল্প সময়ের বৃষ্টি ফুলের গাছের ফুলগুলোকে নতুন করে যৌবন ফিরিয়ে দিল। ঝোপের অবহেলিত জংলী ফুল গুলো ও যেন তার পূর্ন যৌবনের সৌন্দর্য দিয়ে আমাকে ঈশারায় ডাকতেছিল। ফুলের পাপড়ীর গায়ে বৃষ্টির ফোটা আমাকে মুগ্ধ করে তুলছিল। ফুল এবং গাছের পাতার সৌন্দর্যের এই উল্লাস নিজের ক্যামেরা বন্দি করার লোভ কোন ভাবেই সামলাতে পারলাম না। তাই চেষ্টা করলাম কিছু ব্যতিক্রমি ছবি তোলার।

IMG_20200629_174230.jpg

IMG_20200629_174320.jpg

IMG_20200629_173953.jpg

IMG_20200629_174204.jpg

IMG_20200629_174246.jpg

IMG_20200629_174357.jpg

আমি আমার অধিকাংশ ছবি মাইক্রো লেন্স দিয়ে তোলার চেষ্টা করেছি, যাতে করে আমি তাদের সৌন্দর্য খুব কাছে থেকে অনুভব করতে পারি। আমি আগে কখনো ছবি তুলে এতো পরিমান আনন্দ পাই নাই, যা পেয়েছি আজকে। কারন খুব কাছে থেকে নাম না জানা কিছু ফুলের সৌন্দর্য উপভোগ করতে ছিলাম। সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টিই প্রকৃতপক্ষে সুন্দর, যদি আমরা তা আমাদের সুন্দর দৃষ্টিতে পর্যবেক্ষন করি।

IMG_20200629_174549.jpg

IMG_20200629_174621.jpg

IMG_20200629_174649.jpg

আশা করি আমার ফটোগ্রাফিকে, সৃষ্টিকর্তার অপরুপ সৃষ্টি আপনাদের বিমোহিত করবে।