"অফিসময় জীবন"

প্রতিদিন সকাল বেলা যখন মোবাইল ফোনের এলার্ম এর শব্দ শুনতে পাই, তৎক্ষণাৎ মোবাইলটা হাতে নিয়ে এলার্ম বন্ধ করে, আবার ঘুমিয়ে পড়ি। পুনরায় যখন এলার্ম বেজে ওঠে, এবার চোখটা খুলে বিছানায় শুয়ে চিন্তা করি, আজকে অফিসে যাব না ভাল...

5 years ago, comments: 5, votes: 83, reward: $0.62

প্রতিদিন সকাল বেলা যখন মোবাইল ফোনের এলার্ম এর শব্দ শুনতে পাই, তৎক্ষণাৎ মোবাইলটা হাতে নিয়ে এলার্ম বন্ধ করে, আবার ঘুমিয়ে পড়ি। পুনরায় যখন এলার্ম বেজে ওঠে, এবার চোখটা খুলে বিছানায় শুয়ে চিন্তা করি, আজকে অফিসে যাব না ভালো লাগছে না। তারপর আবার একটু ঘুমানোর চেষ্টা করি। যখন আবার ঘুমের দেশে পাড়ি দেবার জন্য প্রস্তুত হই, ঠিক সেই মহূর্তে মনে পড়ে যায়,আজকেতো অফিসে অনেক কাজ আছে আমার, অফিস না গেলে বসে বকা দিবে। ভাবার পর এক মহূর্ত অপেক্ষা করার আর সুযোগ থাকে না, কারন তৎক্ষনে অনেক দেরী হয়ে গেছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে খুব দ্রুততার সহিত অফিসর জন্য তৈরী হয়ে, অফিসে চলে আসি।

IMG_20200621_145514.jpg

চাকুরী জীবন শুরু করার প্রথম কিছুদিন অফিসে আসার খুবই আগ্রহ ছিল আমার, কিন্তু বর্তমানে সপ্তাহের ছয়টি দিনেই সকাল বেলা মনে হয়, আজকে অফিসটা ফাকি দেই। আমি অন্যদের ব্যাপ্রে কিছু বলতে পারব না, কিন্তু এটা আমার জন্য চিরন্তন সত্য কথা। প্রতিদিন অফিস ফাকি দেব দেব করতে করতে দেখা যায়, সপ্তাহের ছয় দিনেই অফিসে যাওয়া হয়েছে এবং মাসে ২৬ দিন। বেসরকারি ভাবে মাসের চারটি শুক্রবার আমাদেরকে দেয়া হয়, কাপড় পরিষ্কার করার জন্য এবং ছয়দিনের অপূর্ণ ঘুমগুলো পুষিয়ে নেয়ার জন্য এবং আমি তাই করি।

IMG_20200621_145702.jpg

ছোটবেলায় একটা কথা খুব শুনতাম এবং বিশ্বাস করতাম যে, ভালো ছাএরাই স্কুল ফাকি দেয় বেশি। আমি অফিস ফাকি দেবার চেষ্ঠা করলেও আমি আমার কাজে কোন প্রকার ফাকি দেবার চেষ্ঠা করি না। তাই যতটুকু সময় অফিসে থাকি কাজে খুব মনযোগী হবার চেষ্টা করি। তাই কাজরে ফাকে ফাকে গল্গ, অাড্ডা, সেলফি, টি ব্রেক এসব কিছু করে কাজের চরম একঘেয়েমিটাকে দুর করার চেষ্টা করি। যা আমাকে পরবর্তি সময়গুলোর জন্য সতেজ রাখতে সাহায্য করে।

IMG_20200618_093607.jpg

আমরা যখন দীর্ঘদিন কোন প্রতিষ্ঠানে কর্মরত থাকি তখন উক্ত প্রতিষ্ঠানের প্রতি আমাদের এক ভালবাসা এবং দায়িবদ্ধতার জন্ম নেয়। আমাদের শরীর মাঝে মাঝে বড়ই ক্লান্ত হয়ে আমাদের মনকে ভূল পথে পরিচালনার করার চেষ্টা করে। কিন্তু আমাদের দায়িবদ্ধতা, দায়িত্ব, কর্তব্য আমাদের মনকে সংযত করে, মনে শক্তির জোগান দেয়। জীবনটা কর্মময় হলেও সেই কর্মব্যস্তার মাঝেও হাসি, আনন্দ, সূখ খুজে নেয়।

IMG_20200621_155440.jpg

ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভূ, জীবনটা আমার যতই অফিসময় হোক না কেন, এই অফিসেই আমার ভালো রিজিকের ব্যবস্থা করে, অামি আমার পরিবারের ভরন পোষন এই অফিসে কাজ করেই করতে পারি। তাই আমি যেন আমার দায়িত্বে অবহেলা না করি, অবহেলা করলে উপার্জত অর্থ আমার জন্য হারাম সমতূল্য।