আমি জমাট বাঁধা দুষিত রক্ত পিন্ড হতে জন্ম নিয়েছি,
বিশুদ্ধ রক্ত আজ আমার শরীরের প্রতিটি শিরা উপশিরায় প্রবাহমান,
আমার হৃদযন্ত্র প্রতি মহূর্ত তার কর্মে ব্যস্ত,
তবুও কেন আজ মনে এত সংশয়!
কেউ আমাকে আঘাত করলে,আমার ব্যাথা অনুভূত হয়,
মনুষ্যকূলের মৃত্যুর খবরে এখনো, আমার মনে ভয়ের সঞ্চারন ঘটে।
নবজাতকের সুন্দর হাসি, আজও আমার মনকে পুলকিত করে তোলে,
তবুও কেন আজ আমি এতো দ্বিধানিত!

Image Src
আমি বড়ই অভিমানী ছিলাম, এখনো আছি,
শুধু অভিমান করার কারণগুলো এবং মানুষটা পরিবর্তন হয়েছে।
তবুও কেন আজ আমি উদিগ্ন!
আজও কোন ললনা আমার মনকে চঞ্চল করে তোলে,
দেহ ও মনে প্রেমের সঞ্চার করে।
তবুও কেন আজ মনে হয়, এ কোন অনুভূতি নয়।
বৃত্তের যেমন কেন্দ্র বিন্দু হয়, অনুভূতিরও কি কেন্দ্র বিন্দু হয়,
বড়ই কঠিন প্রশ্ন, তবে এর উত্তর সত্যি কি আমার জানা নয়।
আমি জানি, আমি জানি,
সেটাই ছিলো আমার জীবনের বড় বোকামী,
অনূভূতির কেন্দ্র ছিলে তুমি,
আর আমি ছিলাম পরিধি!!
বেঁচে আছো তুমি, বেঁচে আছি আমি,
বেঁচে আছে আমাদের স্ব-স্ব অনূভুতি,
শুধু কেন্দ্র আজ পরিধির বাইরে,
তাই শূন্য আজ অনুভূতি।
Feeling Proud being with those Community